পত্রিব ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরন করেছেন রাজাপুরের কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত। শনিবার ((৮মে) সকাল সাড়ে ১১ টায় ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্তের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ কর্যালয়ে ঈদবস্ত্র (শাড়ি ২০০ ও লুঙ্গি ৫০) উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীর মাধেম্য অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিতরনের জন্য হস্তান্তর করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক ইউসুফ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু, সাধারন সম্পাদক ফয়সাল মৃধা সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইঞ্জিনিয়ার আবুল কাসেম সীমান্ত জানান, রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ১০০০ (শাড়ি-লুঙ্গি) ঈদবস্ত্র বিতরন করা হবে। রাজাপুর উপজেলায় ৫০০ ঈদবস্ত্র ও কাঠালিয়া উপজেলায় ৫০০ ঈদবস্ত্র। রাজাপুর উপজেলা আওয়ামী লীগ শাড়ি ২০০, লুঙ্গি ৫০ বিতরণ করেছে এবং কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ শাড়ি ২০০, লুঙ্গি ৫০ বিতরণ করবে। ৫০০ ঈদবস্ত্র দুই উপজেলায় পরিবারের সদস্যরা বিতরণ করবে।