সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শ্রীমঙ্গলের ৫ শতাধিক নিন্মবিত্ত, দরিদ্র, অসহায় মানুষ ও নৈশপ্রহরীদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার প্রধান উপদেষ্টা, কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপদেষ্টা আরিফুল ইসলাম জিয়া।
আজ বিকেলে শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ মহসীন প্লাজায় ৫ শতাধিক দরিদ্র, অসহায় মানুষ এবং শহরের বিভিন্ন বিপনীবিতান, মার্কেট, এটিএম বুথে কর্মরত নৈশপ্রহরীদের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইসমাইল মাহমুদ, সমাজকর্মী রুহুল আমিন তালুকদার প্রমুখ।