চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) সকালে শহরের চম্পকনগর এলাকার বৌদ্ধ কমিউনিটি কল্যাণ সংঘ উদ্যোগে অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন, চম্পকনগর বৌদ্ধ কমিউনিটি কল্যাণ সংঘের সভাপতি জগৎ বিজয় চাকমা এবং সাধারণ সম্পাদক পুণেন্দু চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন যাবৎ দেশে লকডাউন চলমান আছে। এই দুঃসময়ে সকল জাতি-ধর্মের উর্দ্ধে উঠে বৌদ্ধ কমিউনিটি কল্যাণ সংঘ যেভাবে মানব সেবায় এগিয়ে এসেছে, তা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। তিনি দরিদ্র ও দুঃস্থদের সহায়তায় বৌদ্ধ কমিউনিটি কল্যাণ সংঘের মতো অন্যান্য ধর্মীয় এবং সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
অন্যদিকে সকালে তবলছড়িতে চেম্বার অফ কমার্সের সভাপতি আবদুল ওয়াদুদের পরিবারের পক্ষ থেকে অসহায় দুস্থ ২০০ জনকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এসময় খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য বিতরন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বার অফ কমার্সের সভাপতি আবদুল ওয়াদুদ, চেম্বার অফ কমার্সের পরিচালক আল মাহবুবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, তেল, চিনি, সেমাই, নুডুলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্র।