সরাইলে ২ শতাধিক মৎস্যজীবীকে দেওয়া হয়েছে সেলাই মেশিন। কিন্তু পূর্ব ঘোষিত সকাল ১০টার অনুষ্ঠান শুরূ হয়েছে ১২টায়। আর শেষ হয়েছে সাড়ে ১২টার পর। যিনি প্রধান অতিথি তিনি ছাতার নীচে। ওদিকে ৩ ঘন্টারও অধিক সময় বৈশাখের প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছে মৎস্যজীবীদের। অনেককে রোদের তাপ থেকে রক্ষা পেতে মাথার উপরে কাগজ ধরে রাখতেও দেখা গেছে। বিনামূল্যে একটি মেশিন পাওয়ার আশায় বৈশ্বিক মহামারি করোনাকে উপেক্ষা করেও ঘামে কাপড় ভিজিয়েও দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন মাঠে। শুক্রবার উপজেলা মৎস্য কর্মকর্তার দফতরের আয়োজনে সরকারি অন্নদা স্কুল মাঠে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে।
গতকাল সকালে সরজমিনে দেখা যায়, সকাল ৭টার পর থেকে লোকজন অন্নদা স্কুল মাঠে জড়ো হতে থাকে। পরিচয় জানতে চাইলে বলেন তারা সদর ইউনিয়নের নিবন্ধনকৃত মৎস্যজীবী। আজ তাদেরকে মৎস্য অফিস থেকে বিনামূল্যে সেলাই মেশিন দিবে। পূর্বেই তাদেরকে জানানো হয়েছে সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠান শুরূ হবে। সকাল ৮টায় মাঠে প্রচন্ড রোদ। লোক সংখ্যাও বেড়েই চলেছে। ৯টার আগেই সকলেই চলে আসছেন। এখন অপেক্ষা শুধু মেশিন পাওয়ার। কিন্তু তাদের সেই অপেক্ষার সময় আর শেষ হচ্ছে না। অতিথিরা আসলেই শুরূ হয়ে যাবে বিতরণ কার্যক্রম। আয়োজকরা এমন আশ্বাস দিয়ে মাঠে দাঁড় করিয়ে রেখেছেন মৎস্যজীবীদের। সময় বাড়ছে। সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোদের প্রখরতা। ঘেমে পড়নের কাপড় ভিজে যাচ্ছে। দূর্গন্ধও ছড়াচ্ছে। অনেককে যন্ত্রণায় ছটফট করতেও দেখা গেছে। কারো চেহারা কাল আবার কারো লাল হয়ে ওঠছে। অনেককে মাথায় কাগজ দিয়ে একটু শান্তনা পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে। কিছু বললে যদি মেশিন না পান সেই ভীতিও তাদের তাড়া করছে। নাম প্রকাশ না করার শর্তে ২-৩ জন মৎসজীবী বলেন, সকাল সাড়ে ৭টায় এসেছি। ৮টায় মাঠে লাইনে দাঁড়িয়েছি। সময়মত ছেড়ে দিলে আরো আগেই বাড়ি চলে যেতাম। কে বা কারা বলে আসবেন। কথা বলবেন। এরপর দিবেন। রোদে আমাদের তো সারা শরীর জ্বলছে। ঘাম গড়িয়ে পড়ছে। দূর্ঘটনাও তো ঘটতে পারে। আল্লাই জানেন অতিথি কখন আসবেন। কখন মুক্তি পাব আমরা। ঘড়ির কাটায় ১২টা। এল সেই মাহেন্দ্র ক্ষণ। প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের (৩১২) সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমসহ অন্যান্য সকল অতিথি আসলেন। তারা ষ্টেইজে বসলেন। নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে শুরূ হল আলোচনা সভা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ ও মৎস্য কর্মকর্তা মোছা. মাইমুনা জাহান। গরমে সকলেই অতিষ্ঠ। অতিথিদের মাথায় কেউ কেউ ছাতা ধরলেন। কিন্তু মৎস্যজীবীদের মাথা ছিল ৩ ঘন্টাই ছিল রোদ। ঠিক সাড়ে ১২টার দিকে আলোচনা শেষ হল। এরপর কয়েকজন মৎস্যজীবীর হাতে মেশিন তুলে দিলেন অতিথিরা। ছবি ক্যামেরা বন্ধী করলেন। তারপর শেষ হলো বিতরণ। ততক্ষণে রোদে ১২টা বাজল মৎস্যজীবীদের। উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাইমুনা জাহান মুঠোফোনে বলেন, অনুষ্ঠানের সময় সূচি ছিল ১০টায়। কিন্তু মালামালসহ প্রয়োজনীয় জিনিষপত্র আনতে অনেক বিলম্ব হয়ে গেছে। তাই সঠিক সময়ে শুরূ করতে পারিনি।