রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২ জন ও গাইবান্ধার একজন রয়েছে। বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৭২৬ জন, সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৪৯ জন। মারা গেছেন ৮২ জন।