করোনাকালীন বিপর্যস্থ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স এ- ইন্ডাষ্ট্রি। বৃহস্পতিবার (৬ মে) সকালে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে করোনা ভাইরাসের ২য় ঢেউয়ে বিপর্যস্ত পরিস্থিতিতে ৫০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি উসাং মং, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক হাজী কামাল উদ্দিন, হারুন অর রশিদ মাতব্বর, মোঃ নিজাম উদ্দিন, নেছার আহমেদ, ইউসুফ হারুন, জাহিদ আক্তার, মেহেদী আল মাহবুব, আবুল মনসুর ওবাইদুল্লাহ প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে পাহাড়ের কেউ অভূক্ত থাকবে না। তিনি চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চেম্বার ৫০০ জনের দায়িত্ব নিয়েছে এই ভাবে যদি রাঙ্গামাটির বিত্তবান ও সমাজপতিরা এগিয়ে আসে তাহলে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম সফল হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কথা চিন্তা করে বলেই জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সময়োপযোগী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব তাই জনগনের এই দূর্দিনে তিনি এগিয়ে এসেছেন।
এসময় রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোঃ আবদুল ওয়াদুদ রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসকারী সকল মুসলমানদের রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র পক্ষ হইতে আসন্ন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাধারন ধর্মপ্রান মুসলমানদের পবিত্র রোজা পালনে সহযোগীতার জন্য ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি না করে স্থিতিশীল রাখার আহবান জানান। তিনি বলেন, প্রতি বছর রমজানকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু এবছর করোনো ভাইরাসের কারণে দুঃস্থ ও গরীব এসব অসহায় পরিবারের মাঝে আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করলাম। তিনি সকল বিত্তবানদের ও ব্যবসায়ীদেরকে দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাউল-৫ কেজি, আলু-২ কেজি, মশুর ডাল-১ কেজি, পিয়াজ-২ কেজি, সয়াবিন তেল-১লিটার। পরবর্তীতে রাঙ্গামটি চেম্বার অফ কমার্স এ- ইন্ডাষ্ট্রি’র পরিচালকদের মাধ্যমে ওই খাদ্য সামগ্রীগুলো অসহায় মানুষদের বাসায় বাসায় পৌছিয়ে দেওয়া হয়।