কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নে গৃহ নির্মাণ কাজের অগ্রগতি এবং মাথাভাঙ্গা ইউনিয়নের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন কুমিল্লা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। বুধবার বিকেলে ওই প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান ৪নং চান্দেরচর ইউনিয়নে এলজিএসপির আওতায় ৫৬ জন হতদরিদ্র মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং ১ নং মাথাভাঙ্গা ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় সঙ্গে ছিলেন- হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মো. নাহিদ আহমেদ জাকির, চান্দেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার মোল্লা, মাথাভাঙা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূঁইয়া, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে সকল ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নে হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭৭ জন উপকারভোগীর জন্য গৃহনির্মাণ করা হচ্ছে।