বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাগড়াছড়িতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫মে বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কলাবাগানে করোনার স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
এসময় ওয়াদুদ ভূইয়া বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমরা সবাই উদ্বিগ্ন। নেতাকর্মীরা উদ্বেগের মধ্যে আছেন দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে। আপনারা সবাই শুনেছেন যে, নেত্রীর শ্বাসকষ্ট হওয়ায় সিসিইউতে নেয়া হয়েছে। এখনো তিনি সিসিইউতে আছেন। অক্সিজেন দেয়া হচ্ছে। এখন স্থিতিশীল আছেন। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়া চাইছি। এখন শুধু দল নয়, সমগ্র জাঁতি আজকে প্রার্থনা করছেন, দোয়া করছেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শেষ আশ্রয়স্থল, যাকে গণতন্ত্রের একমাত্র প্রহরী বলা যায়, তিনি (খালেদা জিয়া) যেন অতি দ্রুত সুস্থতা লাভ করেন। সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া দলের সর্বস্থরের নেতা-কর্মী ও সর্ব সাধারণকে মাস্ক পরিধান করে ও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর নোমান প্রমুখ।