বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে রংপুর মহানগর ছাত্রলীগ।
সেই কর্মসূচীর অংশ হিসাবে বুধবার বিকেলে ইফতারের পূর্ব মুর্হুতে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে পার্কের মোড়, চক বাজারসহ ২৮ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব, সহ-সম্পাদক মেহেদী হাসান সজিব, সহ-সম্পাদক ইমন, রংপুর টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের আহবায়ত মোহাম্মদ রিপন, ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক আল ইমরান হোসেন প্রমুখ।
ইফতার বিতরণ কার্যক্রমে রংপুর মহানগর ও ২৮ নং ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা অংশ নেয়।