রংপুরের পীরগঞ্জ উপজেলার বন এবং সড়কের গাছ রক্ষায় এক ইউপি চেয়ারম্যান বনবীট কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অতি সম্প্রতি উপজেলার কাদিরাবাদ বনবীট কর্মকর্তা শাহজাহান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তার কাছে ওই অভিযোগ প্রদান করা হয়। অভিযোগে জানা গেছে, উপজেলার কাদিরাবাদ বনবীটে সামাজিক বনায়নের গাছ এবং উপজেলার বিভিন্ন রাস্তার গাছগুলো উপজেলা বন কর্মকর্তা ও কাদিরাবাদ বনবীটের দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তা শাহজাহান আলীর প্রত্যক্ষ সহযোগিতায় চিহ্নিত বন চোররা প্রকাশ্যে কর্তন করছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে ওই বীট কর্মকর্তা মামলার হুমকি দেয়ায় মুখ খুলছেন না এলাকার সাধারন মানুষ। অভিযোগে উল্লেখ করা হয়,গত ২৩ মার্চ সকালে কোচারপাড়া গ্রামের মশিউর রহমান ওই বীটের পাশেই রাস্তার একটি গাছ কাটার সময় মদনখালী ইউপির চেয়ারম্যান শামছুল আলম গাছটি আটকের পর ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে জব্দ করে রাখেন। পাশাপাশি তিনি বিভাগীয় বন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে আরও বলা হয়েছে,বীট কর্মকর্তার সহযোগী কোচারপাড়া গ্রামের সাদেকুল ইসলাম ওরফে সাদ্দাক মিয়া বনচোরদের সাথে আঁতাত করে নিয়মিত বনের গাছ কাটছে। গত ১৯ মার্চ দিনের বেলা বীট এলাকায় রাস্তার ৩টি গাছ কর্তন করে সাদ্দাক। এ ছাড়াও ২১ মার্চ সকালে কোচারপাড়া গ্রামের জলিল মিয়ার ছেলে সোহরাব মিয়া,মছির মিয়ার ছেলে মানিক মিয়া খালাশপীর-ভেন্ডাবাড়ী রাস্তর ১৫টি ইউক্যালিপটাস গাছ,২৩ মার্চ দিনের বেলা কোচারপাড়া গ্রামের মৃত. মতিয়ার রহমানের ছেলে শহিদুল ইসলাম ওই রাস্তার ৫ টি আকাশমনি এবং কাদিরাবাদ পাঁচমাথা মোড়ে সাদ্দাক মিয়া বনবীটের পাশে ২টি গাছ কাটে। এলাকাবাসী গাছ কাটা দেখলেও মামলার হুমকির কারণে মুখ খুলছেন না। মদনখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের সদস্য মধু মিয়া ও ৭নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম বলেন,এমন বীট কর্মকর্তা আমরা জীবনেও দেখিনি। এই বীট কর্তা চোর পোষে। বীট কর্মকর্তা শাহজাহান আলী তার মোটর সাইকেলে করে বনচোর সাদ্দাককে নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়। ইউপি চেয়ারম্যান শামছুল আলম বলেন, বীট কর্মকর্তা শাহাজাহান আলীর হুকুমেই বনচোররা গাছ কাটছে। গাছ কর্তনের পর গাছের গোড়া তুলে নিশ্চিহ্ন করছে। তবে এর স্থির চিত্র ধারন করা আছে। এভাবে গাছ কাটা অব্যাহত থাকলে সামান্য সময়ের ব্যাবধানেই এলাকার রাস্তা ও বীটের গাছ উজাড় হয়ে যাবে। তিনি আরও বলেন, এই বীট কর্তা উপজেলা বন কর্মকর্তা থাকায় তিনি উপজেলার একাধিক রাস্তার গাছ চুরি এবং দুর্নীতির মাধ্যমে বিক্রি করেছেন। সে সময় তার বিরুদ্ধে পত্রিকায় ব্যাপক লেখালেখি হয়েছিল। বনচোরদের সাথে সম্পৃক্ত নন এমন দাবী করে বনবীট কর্মকর্তা শাহজাহান আলী বলেন, খালাশপীর-ভেন্ডাবাড়ী রাস্তাটি উভয়পার্শ্বে সম্প্রসারন করা হবে। এজন্য রাস্তার গাছগুলো আমি নাম্বারিং করার আগেই চিহ্নিত চোররা দিনেরাতে গাছ কাটছে। তিনি আরও বলেন, বনবীটের কিছু গাছ কে বা কারা কাটছে, তা জানি না। তবে পাহারা দিচ্ছি। গাছ কাটার ব্যাপারে তিনি মামলার তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।এদিকে গত মাসে অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমান পাবার পরেও পুরো বিষয়টি রহস্যজনক কারণে ধামাচাপা পড়ে গেছে