ছোট একটি ছাদ। বিভিন্ন ফল গাছে ভরা। মরু অঞ্চলের সুস্বাদু ত্বীন ফলসহ বেশ কয়েক প্রকারের গাছে ফল ধরে আছে। করোনাকালীন অবসর সময়কে কাজে লাগিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের শিক্ষক হাফিজুর রহমান মাসুদ বাড়ির পরিত্যাক্ত আঙিনা ও ছাদে গড়ে তুলেছেন দেশি-বিদেশী দুষ্পাপ্য ফলের বাগান। প্রথম দিকে সখের বশিভুত হয়ে শুরু করলেও এখন বানিজ্যিক ভিত্তিতে নার্সারীতে পরিনত হয়েছে। তার ছাঁদ বাগান দেখতে প্রতিনিয়ত বিভিন্ন এলাকার মানুষ আসছেন। ফেরার সময় কোন কোন ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। শিক্ষক হাফিজুর রহমান জানান, এ পর্যন্ত তিনি শুধুমাত্র ত্বীন ফলের চারা বিক্রি করেছেন ৫ লক্ষাধিক টাকার।
করোনার প্রাদুর্ভাবে গত বছর ১৭ মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্টান বন্ধ হয়ে যায়। সময় কাটাতে ছাদে প্রথমে দুইটি লেবুর চারা লাগান। এই দুইটি চারার জন্য তাকে প্রতিনিয়ত ছাদে ওঠা লাগতো ও অনেক সময় ব্যায় করতেন। এক পর্যায় তিনি ধীরে ধীরে ধীরে সংগ্রহ করেন আরও দেশি বিদেশি ফলের চারা। অনলাইনে যাচাই করে দেশের বিভিন্ন নার্সারী থেকে তিনি নানান জাতের ফল ও ফুলের চারার সংগ্রহ করতে তৈরী করেছেন নানা ধরনের বাগান। বর্তমানে নার্সারীতে ১৭০ প্রজাতির বিভিন্ন ফল ও ফুলের চারা আছে। এগুলোর মধ্যে পার্সিমন, লং মালবেরি, ইনসুলিন প্লান্ট। কিউজাই, কিং অপ চাকাপাতা, ফোর কেজি, ব্রুনাই কিংসহ বিভিন্ন জাতের আম।
হাজারি কাঁঠাল (হাইব্রিড), থাই বারমাসি কাঠাল, ভিয়েতনামের লাল কাঠাল, ভিয়েতনামের গোলাপি কাঠাল। কমলার মধ্যে রয়েছে ,দার্জেলিং কমলা, নাগপুরি কমলা, ছাতকি কমলা, মেন্ডারিন কমলা, কেনু কমলা। এ ছাড়া চায়না-৩ কাগুজে লেবু, এলাচি কাগুজে লেবু, সিডলেচ কাগুজে লেবু, থাই কাগুজে লেবু। ভিয়েতনামি নারিকেল, কেরালা নারিকেল। বিদেশি ফল ত্বনি, যয়তুন, রামবুটান, ডুরিয়ান, অ্যাভোকাডোসহ ঔষধি গাছ করসল, ইনসুলিন প্লান্ট,কোরিয়ান জিং সিং, টুরুপ চান্ডাল, সাদা লজ্জাপতি। এ ছাড়া বিদেশি বিভিন্ন ফল ও ফুলের চারা সংগ্রহ করেছেন। বর্তমানে তার নাসার্রী থেকে প্রতি মাসে যে চারা বিক্রি হয় তাতে খরচ বাদে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হয় বলে তিনি জানান।
তিনি এলাকার চাষীদের উদ্বুদ্ধ করছেন বিদেশি ফল চাষে। তার প্রেরনায় অনেকে বানিজ্যিক ভাবে ত্বীন ফলের চাষ শুরু করেছেন। তার ছাঁদ বাগান ও বাড়ির আঙ্গিনায় নার্সারী দেখে এখন অনেকে তাদের নিজ বাড়ির পতিত জমিতে বিভিন্ন ফলের চারা রোপন করছেন বলে তিনি জানান।