জননেত্রী সৈনিকলীগের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ সেলিম বলেছেন- মাননীয় প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা সমাজের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহবানকে আন্তরিকভাবে স্বাগত জানাই। কিন্তু চট্টগ্রামে বিত্তবানরা প্রধানমন্ত্রীর সেই অনুরোধ রাখেননি। যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং চট্টগ্রাম মহানগর কমিটিতে আছেন তারাও এই মুহুর্তে জনগণের পাশে নেই। গত বছর সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা আমার জানামতে হালিশহরের কেউ পায়নি। এবারও কারা পাচ্ছেন জানিনা। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। আমার দৃঢ বিশ্বাস সরকারের ওপর মহল বিষয়টি খতিয়ে দেখবেন।
মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে সেলিম বলেন, সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জনপ্রতি ২ হাজার ৫শত হারে মোবাইলে পাঠানোর কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত এই টাকা কারা পাচ্ছেন; তা আমি অবগত নই। আমার চট্টগ্রামে শ্রমিক সংগঠন রয়েছে। চট্টগ্রাম সিটি রিক্সা শ্রমিক শ্রমিকলীগের (রেজি:২১০৩) সভাপতি হিসেবে আমি বহুদিন দায়িত্ব পালন করছি। নগরীর ৪১ওয়ার্ডে ওই সংগঠনের কমিটি রয়েছে। এই পর্যন্ত আমার কোনো শ্রমিক সরকারি সহায়তা পায়নি। চট্টগ্রামে মন্ত্রী এবং এমপিদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পাশে থাকার জন্য বার বার অনুরোধ করেছেন। কিন্তু তারা সামান্য কিছু খাদ্য সামগ্রী দিয়ে মিডিয়ায় প্রচার করছেন।
বিবৃতিতে সেলিম আরো বলেন, আমি একজন দলের কর্মী হয়ে মর্মাহত হয়েছি। আমি চাই সুষ্ঠুভাবে গরীব মানুষজনদের কাছে ওই টাকা হাতে আসুক। আমার উপর্যুক্ত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমার সাথে সরকারের যে কেউ যোগাযোগ করতে পারেন (০১৫৫৩-১৩৪৬৬৭)। গত বছর আমি নিজে হালিশহর এলাকার শ্রমিকদের খাদ্য সামগ্রী দিয়েছি। এবার আমার রিক্সা গ্যারেজের ব্যবসা খারাপের কারণে নিজের ঘরেই খাবার নেই। পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আশপাশের মানুষ অভাবের তাড়নায় কাঁদছে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে ভালভাবে প্রচার হোক। এজন্য সরকারী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তৃণমুলের সবাইকে নিয়ে কাজ করতে হবে। তাহলে সরকারের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে।