গত ২৪ ঘন্টায় রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় আরও ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা সবাই রংপুরের বাসিন্দা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর নগরীর ৬নং ওয়ার্ডের এক পুরুষ (৩৫), ৩নং ওয়ার্ডের এক নারী (৩৭), ২নং ওয়ার্ডের এক নারী (৪৮), রংপুর সদরের এক পুরুষ (৪৬), পীরগাছার এক পুরুষ (৩২)।
রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, নগরীর গণেশপুরের এক নারী (৫০), রবার্টসনগঞ্জের এক পুরুষ (৩৬), পার্কের মোড়ের এক যুবক (২৯), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৪৮), লালবাগের এক পুরুষ (৪৮), গুড়াতিপাড়ার এক পুরুষ (৪৭), জলকরের এক পুরুষ (৩২), কেরানীপাড়ার এক পুরুষ (৫৪), খলিফাপাড়ার এক যুবক (২৯), কলেজপাড়ার এক বৃদ্ধ (৬৫), সাতগাড়ার এক পুরুষ (৫২), এক নারী (৪৩), এক কিশোর (১৪), মিঠাপুকুরের এক পুরুষ (৫০) ও কামার কুর্শার এক যুবক (২৮)।
সোমবার ১৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৭১৫ জন ও সুস্থ্য হয়েছেন, ৪ হাজার ২৮০জন।