কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ এ কর্মহীন পরিবহন শ্রমিকদের ১৬০জন কে দূর্যোগব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধায়নের দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করা হয়ে।ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ উপহার সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহম্মেদ মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া পি,আই,ও আবদুল হান্নান স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।