কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সমবার সকাল ১১ টার সময় পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নানের সার্বিক সহোযগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়াারম্যান এজাজ আহমেদ মামুন। আর উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া। এ সময় উপতে। প্রশাসনের পক্ষ থেকে ১৬০ জন কে ১০ কেজি চাউল, ১ কেজি তেল, ২কেজি আলু, ১ কেজি ডাল,লবন, সাবান,সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যসামগ্রী পেয়ে পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটতে দেখা যায়।