কুষ্টিয়ার দৌলতপুরে এপেক্স ক্লাব ফব দৌলতপুর ইউসির উদ্যোগে রোববার সন্ধ্যায় উপজেলার ঘোড়ামারয় অবস্থিত মাফযানুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় ও এতিম খানায় এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় এপেক্স ক্লাব অব দৌলতপুরের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবু সালেহ মজনুল কবির পান্না সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) সহ-সঞাপতি মুন্না ছাত্র নেতা সাদ্দাম হোসেন সুপার মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।