"দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতী মানুষ এক হও " শ্লোগানে ভোলাহাটে পৃথক পৃথক ভাবে আর্ন্তজাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে ভোলাহাট প্রেসক্লাবের সামনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিকলীগ সভাপতি মাকসুদুল আলম ডনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ্, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আফরাজুল হক বাবু, কৃষকলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বিদ্যুৎ ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামিউল্লাহ্ সিফাত,ছাত্রলীগ সভাপতি সুলতানুল ইসলাম বুলেট, জেলা শ্রমিক লীগের যুগ্ন সম্পাদক রাজু আহমেদ যুগ্ম সদস্য সচিব লিটনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অপরদিকে ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের আয়োজনে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে গেট সংলগ্ন একটি মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিক সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদকসহ উপজেলার ফার্নিচার শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।