পটুয়াখালীর কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়া নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় চালক স্কুল ছাত্র সিয়াম হোসেন (১৪) নিহত হয়েছে।
রোববার ভোররাতে মোটরসাইকেলে করে সেহরি খেতে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খেয়ে আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে ভোর রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়। নিহত সিয়াম কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও টিয়াখালী ইউনিয়নের মো. মাসুদ হোসেনের ছেলে।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনও থানায় অভিযোগ দায়ের করেনি।