পটুয়াখালীর বাউফলে এক কৃষকের দুইএকর জমির পাকা ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ্। আজ (১লা মে) শনিবার সকালে মধ্য মদনপুরা গ্রামের কৃষক জুয়েল হাওলাদারের দুই একর জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীরা।
জানাযায়, বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান ও সাধারন সম্পাদক রিয়াজ সিকদার এর নেতৃত্বে করোনায় দুর্যোগকালীন কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নির্দেশে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশিদ খান বলেন, লকডাউনের তৃতীয় মেয়াদে শ্রমিক ও অর্থ সংকটের কারণে পাকা ধান কাটতে না পারা কৃষকের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কেন্দ্রীয় নির্দেশেনা বাস্তবায়ন করতে আমাদের এ উদ্দ্যোগ।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রায় ২০-২৫ জন নেতাকর্মী মদনপুরা গ্রামের কৃষক জুয়েল হাওলাদারের জমির ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন। কৃষকের ধান কেটে দেয়া স্বেচ্ছাসেবকলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আমিনুল ইসলাম লিটন, যুগ্ম-সম্পাদক মিজান ডালি, বাউফল পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল কালাম লিটন, সাধারন সম্পাদক জিল্লুর রহমান রুবেল, মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হাওলাদার, সাধারন সম্পাদক জহির মাস্টার, বাউফল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান, মদনপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রব, মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান সরদার।