ময়মনসিংহের গফরগাঁওয়ে পল্লীতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃদ্ধের নাম আবদুর রশিদ। বয়স ৬৫ বছর। তার বাড়ি উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে। ঘটনাটি শুক্রবার (৩০ এপ্রিল ) রাতে দীঘা গ্রামের নিজ বাড়ির গোয়ালঘরে ঘটেছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পর সবার অগোচরে বৃদ্ধ আবদুর রশিদ গোয়ালঘরে ধরনার সাথে রশি বেধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পারিবারিক কলহের কারণে বৃদ্ধ আবদুর রশিদ আত্মহত্যা করে বলে জানান এলাকায় লোকজন।
গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ অনুকূল সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।