প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এর দিকনির্দেশনায় রাঙ্গামাটি জেলা ও উপজেলা কৃষক লীগের উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ধান কর্তন কর্মসূচির পালন করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার ও বাংলাদেশ কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য নিশীথ তালুকদারের নেতৃত্বে সুধীর তালুকদারের ধানের জমিতে ধান কর্তন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গামাটি জেলার নেতৃবৃন্দের পাশাপাশি কাপ্তাই উপজেলা কৃষক লীগের নেতা কর্মীরাও অংশ নেন।
এসময় জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার জানান, করোনা মহামারীর কারণে শ্রমিক সংকট তৈরী হওয়ায় কৃষকরা খেতের ফসল তুলতে পারছে না, এমন সময় কৃষকলীগ পরিবারের এই মহতী উদ্যোগের কারণে বিজয়ের হাসি হাসছেন কৃষকরা। ধান কাটা শেষে তা মারাই করে গোলায় পর্যন্ত পৌঁছে দেয়া হবে।