নোয়াখালীর কোম্পানীগঞ্জে হতদরিদ্র পাঁচশত পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করেছেন আমেরিকা প্রবাসী আলহাজ¦ সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মো. কাজল। শুক্রবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রবাসী ওই কাজলের অর্থায়নে প্রতিষ্ঠিত বায়তুন নাজাত জামে মসজিদ ময়দানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় আলহাজ¦ সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ইঞ্জিনিয়ার আবুল কাশেম, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খাজা নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ খাজা কামরুল ইসলাম স্বপনসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইঞ্জিনিয়ার আবুল কাশেম সাংবাদিকদের বলেন, কাজলের বাবা- মায়ের নামে প্রতিষ্ঠিত ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারও অসহায়দের পাশে এগিয়ে এসেছেন আমেরিকার মেরিল্যান্ড প্রবাসী মোহাম্মদ কাজল।
খাজা নজরুল ইসলাম বলেন, এখন এসব সামগ্রী বিতরণ করা হলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায়দের সহযোগিতা চালু থাকবে। প্রসঙ্গত, আমেরিকা প্রবাসী কাজল দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কোম্পানীগঞ্জে নানান সেবামূলক কাজে জড়িত। বিশেষ করে তাঁর অর্থায়নে বহু শিক্ষার্থীর লেখা, বিয়ে, চাকুরী এবং চিকিৎসা হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা-মসজিদ।