ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন গ্রামে গত দুইদিনে তিনজনের আত্মহত্যা খবর পাওয়া গেছে।
আত্মহত্যাকারীরা হলেন- উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা গ্রামের আনাস মিয়ার ছেলে অটো রিকশা চালক রুবেল মিয়া (১৫) ও পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামের শফিকুল ইসলামের ছেলে এসএসসি পরিক্ষার্থী অনিক (১৬) এবং গফরগাঁও পৌরশহরের ৪ নং ওয়ার্ডের কড়ইতলা বাসিন্দা মফিদুল ইসলামের ছেলে আরিফ (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়,
প্রেম সংক্রান্ত ও পারিবাহিক কলহের জের ধরে তারা বিষপান করে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পথ বেছে নেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করে।
এছাড়াও অনিকের আত্মহত্যার ঘটনায় পাগলা থানায় ইউডি মামলা হয়েছে।