অস্বচ্ছল, দরিদ্র ও ভাসমান মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা প্রশাসন। শুক্রবার (৩০ এপ্রিল) রংপুর মহানগরীর হনুমানতলা, আলমনগর বস্তিসহ বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউট সদস্যগণ এ কার্যক্রমে সহযোগিতা করেন।
এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, "পবিত্র রমজান মাসে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকার অস্বচ্ছল, দরিদ্র ও ভাসমান মানুষদের জন্য রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় ৫০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।"