রংপুর মহানগরীর কেরানীররহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে বাজারের অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানদারেরা দাবি করেছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরীর ১১নং ওয়ার্ডের কেরানীরহাট বাজারে এ অগ্নিকা-ে ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সিটি কাউন্সিলর জয়নুল আবেদীন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ হাটের লাবণী স্টোর থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। অগ্নিকা-ে হাটবাজারের ছোট বড় মাঝারি মিলে অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের উপপরিচালক একেএম শামসুজ্জোহা জানান, খবর পেয়ে ৩টি ইউনিট, পরে আরও একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শক সার্কিট থেকে সূত্রপাত হয়।