রংপুর জেলার তারাগঞ্জের একজন সফল ও মানবিক চেয়ারম্যানের নাম আনিছুর রহমান লিটন।তিনি তারাগঞ্জ উপজেলার বারবার নির্বাচিত একজন সফল উপজেলা চেয়ারম্যান। কিভাবে মানব সেবা করা যায় সেই চিন্তাই তার মাথায় সবসময় ঘুরপাক খায়।তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারন মানুষের কাছে তিনি আলোর দিশারী মানবদরদী ও পর উপকারী ব্যাক্তি হিসেবে পরিচিত। জনগন তাকে পরম বন্ধু মনে করে।তাই তো তিনি তারাগঞ্জের মানুষের কাছে এত জনপ্রিয়। কিন্তু বেশ কয়েকদিন ধরে কিছু মানুষের কাছে তার এমন আকাশ ছোয়া জনপ্রিয়তা সহ্য হচ্ছে না।তাই তো তারা তার সুনাম ও জনপ্রিয়তা নষ্টের ফন্দি এটেছে। সরকার ও চেয়ারম্যানের সুনাম নষ্টের পায়তারায় মেতেছে তারা।একজন সংবাদকর্মীর চোখে তার মানবিকতা ও সমাজ সেবার ঝলক,,
গ্রীষ্মের গোধূলী সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে তারাগঞ্জ উপজেলার ইকরচালী বাসস্ট্যান্ডের পাশে অফিসের একটি কক্ষে চেয়ারে বসে আছেন তিনি। তাকে ঘিরে অর্ধ-শতাধিক ব্যক্তি বসে আছেন। এক এক করে নিজ নিজ সমস্যার কথা বলছেন। তিনি শুনছেন। সমাধান দিচ্ছেন। কাগজে লিখে রাখছেন। স্বাক্ষর করছেন। একদল চলে যাচ্ছে, অন্য দল আসছে। এভাবেই কেটে গেল পুরো সন্ধ্যা। প্রতিদিন। কে আসেন না তাঁর কাছে? গোটা উপজেলার ফকির, এতিম, প্রতিবন্ধী, যুবক, যুবতী, তালাকপ্রাপ্তা, বিধবা, বৃদ্ধ, বৃদ্ধা, রাজনৈতিক নেতা, উঠতি নেতা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধনী, মসজিদের ইমাম, পুরোহিত, সকল ধর্মের বিভিন্ন পেশার মানুষ তাঁর কাছে সেবা নিতে আসেন। তিনি সবাইকে সমাধান দিয়ে দেন। তাৎক্ষণিক ফোন করেন। দুই গ্রামের মারামারি হয়েছে। দুই পক্ষ সুরাহা চেয়ে তাঁর কাছে এসেছেন। একজন বৃদ্ধা অজু করার সময় পিছলে পড়ে হাত ভেঙ্গে গেছে। সাহায্য চাইতে এসেছেন। তিনি পকেট থেকে টাকা বের করে দিলেন। অন্য কেউ হলে ঘুরাতেন দিনের পর দিন।
একজন বৃদ্ধা নারী এসেছেন। সঙ্গে তার অসুস্থ্য স্বামী। সন্তানেরা দেখেন না। চিকিৎসা করান না। এ কথা শোনার পর ওই বৃদ্ধার সন্তানদের ডেকে আনেন তিনি। বৃদ্ধার সন্তানদের বুঝিয়ে পকেট থেকে টাকা বের করে দিয়ে ওই বৃদ্ধাকে হাসপাতালে পাঠালেন। স্বস্তির নিশ্বাসে বৃদ্ধা যুগলের চোখে কৃতজ্ঞতার অশ্রু চিক চিক করছিল। একদল লোক এসে মসজিদের কথা বলতে তিনি নিজের ভাটার ৫ হাজার ইট মসজিদে দান করলেন। আর কয়েকজন লোক আসার সঙ্গে সঙ্গে মন্দির সংস্কারের জন্যও নিজের পকেট থেকে টাকা দিলেন। এভাবে নিজের তহবিল থেকে দান করার পাশাপাশি পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ থেকে শুরু করে সব রকমের সমস্যা সমাধানের কেন্দ্র বিন্দু তিনি। ব্যতিক্রমী এই ব্যক্তির নাম আনিছুর রহমান লিটন। তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি। কখনও পায়ে হেটে, কখন মোটরসাইকেলে চড়ে গ্রাম থেকে পাড়া। পাড়া থেকে ওয়ার্ড। ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত তিনি সেবা দিয়ে যাচ্ছেন।
আনিছুর রহমান রংপুর বিভাগীয় উন্নত শহর থাকলেও তিনি মানুষকে সেবা দেওয়ার জন্যই বাস করেন তারাগঞ্জের ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। ব্যবসায়ী কাজে তিনি এলাকার বাইরে গেলেও চেয়ারম্যানের মুঠোফোন থাকে খোলা। চলে মুঠোফোনে সমস্যা শোনা ও সমাধান দেওয়ার সেবা। আনিছুর রহমান পরিষদে সময় দেয়ার বাইরে এলাকায় এভাবেই সেবার ফেরিওয়ালা হয়ে সেবা দেন। সেবার দোকান খুলে বসেন। বাংলাদেশের কোন নেতা এরকম সেবা দেন কিনা জানি না। এভাবে জনগণের সাথে মিশে সেবা দেয়ার মতো চেয়ারম্যান হয়তো পাওয়া যাবে না। চেয়ারম্যান সাহেবের মুঠোফোনটি খোলা থাকে। চলে মুঠোফোনেই সমস্যা শোনা ও সমাধান দেয়ার সেবা। এর ফলও তিনি পেয়েছেন। জনগণ তাকে পরপর দুইবার বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তাঁর ভালো কর্মকান্ডের কারণে তারাগঞ্জে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বাড়ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা ও আনিছুর রহমানের ইমেজ নষ্ট করার জন্যই চার-পাঁচ জন লোক উঠে পড়ে লেগেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সম্প্রতি এক বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটনের কাছে বসে ছিলেন অনুসন্ধানী চোখ নিয়ে। তখনি ওনার সেবার ফেরিওয়ালা হয়ে উঠার গল্প শুনেছি এবং স্ব-চোখে দেখেছি। ২০১৪ সালের উপজেলা পরিষদের নির্বাচনে আনিছুর রহমান লিটন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ভোট করে বিপুল ভোটে জয় লাভ করেন। এরপর তিনি তারাগঞ্জ উপজেলার চিত্র বদলে দেওয়ার যুদ্ধে নামেন। তাঁর সত্যতা, দক্ষতা ও মানবসেবা দেখে ২০১৯ সালের উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেন। এবারও তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এখন তারাগঞ্জ উপজেলাকে উন্নয়নে বদলে দেয়ার যুদ্ধ চলছে বিপুল উদ্যোমে।
বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন কোন মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, মন্দির কিংবা শ্মাশান নেই যেখানে আনিছুর রহমান লিটন সাহায্য দেয়নি। সরকারের পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে এসব প্রতিষ্ঠানে সহযোগিতা করে চলেছেন। স্থানীয় জনগণের সাফ কথা- তিনি সতনেতা, গরিবের বন্ধু। আমরা আনিছুর রহমানকে সব সময় কাছে পাই। একজন নাগরিকের চাওয়া হলো চেয়ারম্যানকে কাছে পাওয়া। সমস্যা জানানো। সমাধান পাওয়া। আনিছুর রহমান লিটন চেয়ারম্যান এক্ষেত্রে অনন্য। তাই তাকে ঘিরে তারাগঞ্জ উপজেলার জনগণের মধ্যে জনপ্রিয়তার ঢেউ সৃষ্টি হয়েছে। এই ঢেউ মিলিয়ে যাবে না। শেষ হবে না বরং বাড়তেই থাকবে।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াছমিন বলেন, আনিছুর রহমান আমাদের গর্ব। তিনি ব্যতিক্রমী মানুষ। অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ। দারিদ্র্য মানুষের জন্য অসম্ভব দরদ তাঁর। সব সময় তিনি দারিদ্র্য মানুষের কথা ভাবেন। ব্যক্তিগত তহবিল থেকে করেন সাহায্য সহযোগিতা।
তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আনিছুর রহমান কাজ করছেন। তাঁর গড়া প্রতিষ্ঠানগুলোতে এলাকার অনেক দারিদ্র মানুষের কর্মসংস্থান হয়েছে। সততার সঙ্গে উপজেলা পরিষদের কর্মকান্ড পরিচালনা করায় তারাগঞ্জে দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। আর আওয়ামী লীগের এই জনপ্রিয়তা নষ্ট করার জন্য চার পাচজন লোক উঠে পড়ে লেগেছে। তাঁরা তারাগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য ষড়যন্ত্র করছেন। সরকারের সাফল্য নষ্ট করারও পরিকল্পনা করছেন তাঁরা।
কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, আমি মনে করি রংপুর বিভাগের ৮ জেলার, ৫৮টি উপজেলার মধ্যে একমাত্র ব্যক্তি আনিছুর রহমান লিটন যিনি করনা কালে করোনা আক্রান্ত হওয়ার পরেও মনবল তুঙ্গে রেখে মানুষের সেবা করে গেছেন নির্ঘুম। সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। ব্যাক্তিগত সম্পদ থেকেও তিনি মানুষকে দান করেছেন। তার গড়া প্রতিষ্ঠান গুলো তারাগঞ্জবাসীর জন্য বড় প্রাপ্তির।
আলমপুর ইউনিয়নের আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ওই চার পাঁচ জন তো আওয়ামী লীগ বিরুধী। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভালো কাজ তারা দেখতে পাড়ে না। তাঁরা সব সময় সরকারের সুনাম নষ্ট করার পরিকল্পনা করেন। সরকারের সুনাম নষ্ট করার জন্য তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগার মিথ্যে নাটক সাজিয়েছেন।
রংপুর নির্বাহী প্রকৌশলী রেজাউল হক বলেন, তারাগঞ্জ উপজেলার চিকলী বাজার থেকে ঘোনাপাড়া পর্যন্ত এবং এলাহী বাজার থেকে ডাঙ্গাপাড়া পর্যন্তÍ যে রাস্তা দুটি নির্মাণ করা হয়েছে। তা সঠিক উপকরণ ও নিয়ম অনুযায়ী তৈরি করা হয়েছে। ওই রাস্তা পরিদর্শন ও উপকরণ ল্যাবে পরীক্ষা করে তা নিশ্চিত হয়েছি।
উপজেলা প্রকৌশলী আহম্মদ হায়দার জামান বলেন, ওই রাস্তা দুটির কাজ সুন্দর ভাবে করা হয়েছে। রংপুরের প্রকৌশলী বিভাগের লোকজন পরিদর্শন করে সত্বতা পেয়েছেন। চেয়ারম্যান ও প্রকৌশলী বিভাগের সুনাম নষ্ট করার জন্য বিভ্রান্ত মূলক তথ্য ছড়ানো হচ্ছে।