করোনাকালীন পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় রাঙ্গামাটির পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তার দাবীতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাঙ্গামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘন্টা ব্যাপী মানববন্ধনে শ্রমিকরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তার দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ লোকমান, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মোঃ আজিজ, রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সদস্য তপন দেব।
এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের দেয়া লকডাউনের কারণে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই অসহায় ভাবে দিন যাপন করছি। আর লকডাউন চললেও শহর এলাকায় সব ধরনের যানবাহন চলাচলসহ দোকানপাট খুলে দেয়া হয়েছে। কিন্তু দূরপাল্লার যানবাহন বন্ধ করে রেখেছে। এতে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মানবেতন জীবন যাপন করছি। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন পরিবহন শ্রমিকদের যাতে দ্রুত আর্থিক প্রনোদনা ও ত্রাণ সহায়তা প্রদান করেন।