বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গত বুধবার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট আল ফাতাহ খানের উদ্যোগে তার নিজ বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট আল ফাতাহ খান, পাগলা থানা মৎস্যজীবী দলের সভাপতি আঃ লতিফ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা দিদারুল ইসলামসহ উপজেলা ও পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।