কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের আয়োজনে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া, হরিজন ও বেদে সম্প্রদায়ের অসচ্ছল ও কর্মহীন ১৩০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। এ সময় তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের নিয়ে ভাবছেন। তিনি আপনাদের জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। একজন মানুষকেও না খেয়ে মরতে দেয়া হবে না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃণাল কান্তি দে, শারমিন আক্তার, ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম, এনডিসি হাফিজুর রহমান প্রমুখ।