ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকসার চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো দুইজন। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন খিচা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দূর্গাপুরের উত্তর গুজিরকোনা গ্রামের অটোরিকসা চালক শহিদুল ইসলাম (৩৪), একই উপজেলার রামনগর গ্রামের খলিলুর রহমান (৩২) ও আলমপুর বালুচর এলাকার মাসুম মিয়া (৩৫)। হতাহতরা সবাই শ্রমিক। তারা ধান কাঁটার জন্য শ্রমিক হিসেবে নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিল।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুরের গুজিরকোনা থেকে চার শ্রমিক সিএনজিচালিত অটোরিকসা করে ধান কাঁটার জন্য ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিল। সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন খিচা নামকস্থানে পৌঁছলে ময়মনসিংহগামী একটি বালুভর্তি ট্রাক সিএনজি চালিত অটোরিকসাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসার চালক শহীদুল ইসলাম মারা যান। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খলিলুল রহমান ও মাসুম মিয়া মারা যান। অপর একজন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাসিন্দা। তারা ধান কাঁটার জন্য শ্রমিক হিসেবে নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহের ত্রিশাল যাচ্ছিল।