ময়মনসিংহের মুক্তাগাছায় সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা উপেক্ষা করে একটি মাদ্রাসায় কর্মচারী নিয়োগের অভিযোগ উঠেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনকারি বঞ্চিত কয়েক প্রার্থী ২৭ এপ্রিল বিকালে মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করেছেন।
উপজেলার দাওগাঁও ইউনিয়নের শুশুতি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইখতিয়ার উদ্দিন আম্মদ মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেনের যোগসাজশে গত ২৩ এপ্রিল এই নিয়োগ সম্পন্ন হয়। নিয়োগকৃত পদগুলি হচ্ছে, অফিস সহকারি, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী।
নিয়োগ বঞ্চিত প্রার্থী স্থানীয় মেহেদী হাসান, হোসনে আরা সুইটি, সুমাইয়া, রুনা লায়লা ইতি প্রমুখ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহনকারি সংশ্লিষ্টদের নামে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ দাতাগণ হলেন, স্থানীয় মো: ওয়ালিউল্লাহ, মেহেদী হাসান, নাজমা বেগম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মাদ্রাসার সুপার জানান কতিপয় শিক্ষক ও মাদ্রাসার সুপার মিলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের নেতৃত্বে একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে।
এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, এই মাদ্রাসায় কোন নিয়োগ কার্যক্রমে আমি জড়িত নই।