করোনা মহামারির কারণে চলমান ডাউনে ঝালকাঠিতে শ্রমিক না পেয়ে মাঠের পাকা ধান কাটা নিয়ে সসম্যায় ছিল কৃষক। এমন সময় কৃষকের পাকা ধান কাটায় এগিয়ে এসেছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে সদর উপজেলা বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের কৃষক হানিফ মল্লিকের ১৫ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সদস্যরা।
ধান কাটায় অংশ নেয় জেলা ছাত্রলীগের কর্মী মোঃ মারজান, মাহাবুবুর রহমান, শান্তা ইসলাম, সুরাইয়া সিদ্দিকা, আলিম, মিম, অভিকসহ অন্যরা।
কৃষক হানিফ মল্লিক জানান, আমার জমির ধান পাকার পরে চিন্তায় পরে যাই। কিভাবে ধার কেটে বাড়ি নিব। কারণ ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। একই সাথে আর্থিক সকটে পরায় চিন্তা আরও বেড়ে যায়। ঠিক এমন সময় ছাত্রলীগের ভাই বোনেরা আমার জমির ধান কেটে দেওয়ায় আমার অনেক উপকার হয়েছে। এভাবে একে অপরের বিপদে এগিয়ে আসলে সুখি সমৃদ্ধ দেশ গড়া যাবে।
ঝালকাঠি জেলা ছাত্রলীগের কর্মী মোঃ মারজান বলেন, ছাত্রলীগ সকল সংকটে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। করোনা পরিস্থিতিসহ সকল মানবিক কাজে ছাত্রলীগের কর্মীরা সাধারন মানুষের পাশে ছিল। বর্তমানে শ্রমিক ও অর্থ সংকটে
কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পড়ায় আমরা তাদের সহযোগীতা করেছি। মানুষেক সুখে দুখে বঙ্গবন্ধুর ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সদা প্রস্তুত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা।