পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ঢাকার ভিখারুন্নেসা নুন স্কুল এ- কলেজের ছাত্রী ও তার মা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, ভিখারুন্নেসা নুন স্কুল এ- কলেজের এসএসসি পরীক্ষার্থী অপরাজিতা সরকার (১৫) ও কৃষ্ণা সরকার (৩০)। মঙ্গলবার উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামে বঙ্কিম কিত্তনীয়ার নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত মা-মেয়ের ওপর হামলা চালায়। হামলায় আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেহেদি শাহরিয়ার জানান, অপরজিতার মাথার আঘাত গুরুতর। তার মা কৃষ্ণা সরকারের দু’টি আঙ্গুলের আংশিক কেটে গেছে। এ ঘটনায় অপরাজিতার বাবা উত্তম সরকার বঙ্কিম কিত্তনীয়াসহ একই গ্রামের ৫ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় অভিযোগ করেন।
গলাচিপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগের বিত্তিতে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।