শ্রীমঙ্গলে প্রচন্ড গরম অব্যাহত রয়েছে। গত ক'দিন ধরে চলছে দাবদাহ। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি। গত ২৪ ঘন্টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। আজ শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গলে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের অবজারভার মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশীদ জানান, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।