রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে পড়ে থাকা জমজ (ছেলে) নবজাতকের লাশ শেষ পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। রোববার বিকেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কোতোয়ালি থানায় পৃথক দুটি ইউডি মামলা করেছেন। নবজাতককে এভাবে কে বা কারা হাসপাতালে ফেলে গেল এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে।বৃহস্পতিবার ভোরে ভুয়া বাবার পরিচয়ে নবজাতক দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ভোরে পীরগঞ্জের মনিক মিয়ার পুত্র বাবু পরিচয়ে জমজ নবজাতক দুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এর পিতা পরিচয়দানকারি বাবু গা ঢাকা দেন। জমজ নবজাতক দুটি চিকিৎসাধিন থাকা অবস্থায় ওই দিন দুপুর ২ টা ২০ মিনিটে মারা যান। এরপর থেকে মৃত নবজাতক দুটির কোন স্বজন না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দুটিকে হাসপাতালের লাশ ঘরে রাখেন। ৩ দিনেও নবজাতক দুটির কোন স্বজন মরদেহ নিতে না আসায় বিষয়টি কোতোয়ালি থানাকে জানানো হয়।
এ ব্যাপারে এস আই মামুনুর রশীদ জানান, নবজতক দুটির কোন দাবিদার না থাকায় ডিএনএ টেস্ট, ময়নাতদন্তসহ যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে ইউডি মামলা করা হয়েছে। নবজতকদের অভিভাবককে খোঁজা হচ্ছে।