কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর এবং ইউনিয়নে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেছেন।
রোববার (২৫ এপ্রিল) সকালে উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিরপুর থানা, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে সকল সরকারী দপ্তরে ২শ করে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।