মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে দেশের সকল শপিংমল, দোকানপাট ও মার্কেট টানা ১১ দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে রোববার (২৫ এপ্রিল)। সরকারের নির্দেশনা মোতাবেক সকাল ১০টা থেকে শপিংমলের দোকান খুলেন ব্যবসায়ীরা। দোকান খোলা হলেও প্রথম দুই-তিন ঘণ্টায় ক্রেতাদের খুব একটা আনাগোনা দেখা যায়নি শপিংমলগুলোয়।
রাজধানী ধানমন্ডি-৩২ এর মেট্রো শপিংমল, সীমান্ত সম্ভার, মৌচাক মার্কেট, ফরচুন মার্কেট, সিটি করপোরেশন সুপার মার্কেটগুলোয় দোকান খুলে বিক্রেতাদের ক্রেতাদের জন্য অপেক্ষা করতে দেখে গেছে। বেলা ১১টার দিকে বিক্রেতাদের দেখা গেছে তারা পণ্য গোছাচ্ছেন।