নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার সাবমেরিনে আটকে পড়া কয়েক ডজন নাবিককে জীবিত উদ্ধারের আশা শেষ হয়ে গেছে। শনিবারই ওই সাবমেরিনের অক্সিজেন ফুরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এই নাবিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া যৌথভাবে উদ্ধার চালাচ্ছে।
নিখোঁজ হওয়া কেআরআই ৪০২-কে উদ্ধারকে যুদ্ধজাহাজ, প্লেন এবং শত শত সামরিক কর্মকর্তা পাগলের মতো অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানির তৈরি সাবমেরিনটিতে তিনদিনের জন্য অক্সিজেন ছিল।
কিন্তু শনিবার সকালের দিকে ৭২ ঘণ্টার শেষ সময়সীমা শেষ হয়ে গেছে। কিন্তু ডুবে যাওয়া সাবমেরিন এবং এর ৫৩ ক্রুর এখনও কোনও খোঁজ নেই। নৌবাহিনীর মুখপাত্র জুলিয়াস উইদজোজোনো বলেছেন, এখনও কোনও অগ্রগতি হয়নি। আমরা এখনও চিরুনি অভিযান করছি।