রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ব্যক্তিরা রংপুর ও দিনাজপুরের বাসিন্দা। বৃহস্পতিবার তারা মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী।
শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়। ২০২০ সালের ১০ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬১৩ জন ও সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ২৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ৩৩৮ জন।