রংপুরের পীরগাছায় চলমান লকডাউন ও পবিত্র রমজানে শাহ পরিবারের পক্ষ থেকে দুই শতাধিক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চালুনিয়া গ্রামের মরহুম শাহ আবদুর রাজ্জাক এমপি’র বাড়িতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তার পরিবারের সদস্যরা।
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) শাহ রেজওয়ান হায়াত এর সৌজন্যে এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) ব্যবস্থাপনা ও ইয়ার ভেমিলি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চালুনিয়া, বলিহার ও পাশ্ববর্তী তালুক ইসাদ গ্রামের দুই শতাধিক দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সংস্থার রংপুর বিভাগীয় প্রতিনিধি আবদুর রজ্জাক। এ সময় উপিস্থত ছিলেন শাহ্ পরিবারের শাহ্ কামাল ফারুখ লাবু, শাহ আখতার হাবীব রুমি, শাহ্ মোঃ শাহেদ ফারুক, এ্যাড: গোলাম রাব্বানী হিমু ও শাহ্ জাহিদ সারোয়ার।
ওই পরিবারের পক্ষে শাহ মোঃ শাহেদ ফারুক বলেন, অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে শাহ্ পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস। ছোট ছোট শিশু এবং অসহায় দুস্থরা যখন খাবার পেল, তখন তাদের মুখের আনন্দের হাসিতেই আমরা একটু শান্তির পরশ খুঁজে পেয়েছি। আমাদের পরিবারে যে সকল সদস্যরা এই সেবা মূলক কার্যক্রমে শ্রম দিয়েছে তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
অসহায় বৃদ্ধা আমজাদ হোসেন বলেন, সামর্থ্য নয়, ইচ্ছে শক্তিই বড়। এই পরিবারটি তার প্রামণ। আমাদের অভাবে সময় তারা আমাদের পাশে দাড়ায় বলে আমরা একটু ভালো ভাবে চলতে পারছি।