খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবতে হবে, এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এর উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ জাহিদ মালেক। এ উপলক্ষে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির এক সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু আল হাজ্জাজ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল, সাংবাদিক শাহ কামাল ফারুখ লাবু, এম খোরশেদ আলম, জানো প্রকল্পের ম্যানেজার শাহানা ইয়াসমিন প্রমুখ। জানো প্রকল্পে সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা উপিস্থত ছিলেন।