ময়মনসিংহের ভালুকায় এক পোল্ট্রী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় উপজেলার ধীতপুর বাজারের পাশে। নিহতের নাম আসাদুল ইসলাম (৪৫)। নিহত আদাসুল উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ভাওয়ালিয়া বাজু এলাকার সামছুদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যায় আসাদুল তার শ্বশুরবাড়ি যাওয়ার পথে ধীতপুর বাজারের পাশে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারী কুপিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলার ধীতপুর এলাকার আবদুল মতিন আকন্দের ছেলে মেহেদী আরাফাতের সাথে আসাদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারনা করা হচ্ছে মেহেদী আরাফাতের লোকজনই এ হত্যা কান্ডের সাথে জড়িত।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের এই হত্যাকান্ডটি ঘটেছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।