কুষ্টিয়া ভেড়ামারায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নুহু (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে লালন শাহ সেতুর নিচে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুহু (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়।
নুহু উপজেলার গোলাপনগর গ্রামের মোসাদ্দেক আলীর ছেলে এবং মোকারিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নুহু ৪ বন্ধু মিলে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গিয়ে হঠাৎ নুহু পানির নিচে তলিয়ে যায়। বাকী ৩ জন সাঁতরে নদী তীরে উঠে এসে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পানিতে ডুবে নিঁখোজ নুহু’র উদ্ধার কাজ শুরু করে। একপর্যায়ে ঘটনার প্রায় দুই ঘন্টা পর পানির নীচ থেকে নুহু লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল জানান, সোমবার বিকেলে উপজেলার গোলাপনগর গ্রামের ৪ কিশোর পদ্মা নদীতে লালন শাহ সড়ক সেতুর নিকট গোসল করতে নেমে নুহু নামের একজন পানিতে ডুবে নিঁখোজ হয়।
পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি থেকে মৃত নুহু’র লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষনা করে। পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।