কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা যুবলীগ নেতা শরিফুজ্জামান সুমন (৩৫) কে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত যুবলীগ নেতা শরিফুজ্জামান সুমনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের নানা ভাবে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে মোটা অংকের চাঁদা আদায়ের অভিযোগে রয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) রাতে তাকে তার নিজ বাড়ি উপজেলার খেমিরদিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ভেড়ামারা থানা পুলিশ।
এর আগে গত শুক্রবার দুজন ব্যবসায়ীর করা লিখিত অভিযোগ মামলা হিসেবে আমলে নিয়ে রেকর্ডভুক্ত করেন পুলিশ। এমামলার এজাহার ভুক্ত প্রধান আসামি হিসেবে সুমনকে গ্রেফতার করেন পুলিশ। এমামলায় এজাহার ভুক্ত সন্দিগ্ধ অন্য আসামিরা হলেন- উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জনি হোসেন (২৮), হাবাসপুর গ্রামের নাসিমের স্ত্রী তুলি খাতুন (২৫)।
গ্রেফতার শরিফুজ্জামান সুমন উপজেলার খেমিরদিয়া গ্রামের বাসিন্দা আবদুল বারীর ছেলে ও মোকারিমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বর্তমান উপজেলা যুবলীগের সদস্য (প্রস্তাবিত কমিটি এখনও অঘোষিত) র নেতা হিসেবে নিশ্চিত করে উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম বলেন, ব্যক্তিগত ভাবে কেউ আইন বিরুদ্ধ কর্মকা-ে লিপ্ত হলে তার দায়ভার সংগঠন নেবে না।
ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক প্রকাশ রায় বলেন, ভেড়ামারায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে আর্থিক ভাবে সচ্ছল ব্যবসায়ী বা চাকুরীজীবি ব্যক্তিদের টার্গেট করে সুন্দরী তরুনীদের লেলিয়ে দিয়ে প্রতারণার ফাঁদে আটকে তাদের কে জিম্মি করে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলো।
বিভিন্ন ভুক্তভোগী লোকলজ্জার ভয়ে এতোদিন মুখ খোলেননি। তবে মৌখিক ভাবে পুলিশকে বেশ কয়েকজন অবগত করেছেন। তারই সূত্র ধরে তদন্তে মাঠে নামে পুলিশ। এ সময় মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পাওয়া দুই ব্যবসায়ীকে চিহ্নিত করে পুলিশ। এই ব্যবসায়ীদ্বয়ের লিখিত অভিযোগকে মামলা হিসেবে আমলে নেয়া হয়। এমামলার এজাহারভুক্ত প্রধান আসামি হলেন- শরিফুজ্জামান সুমনসহ আরও তিনজন।
ভেড়ামারা থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শাহজালাল সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার জালে আটকে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে করা মামলায় সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে। এমামলার এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।