কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এর দু'টি শয্যা। মহামারি করোনাকালীন সময়ে এমন উদ্যোগে খুশি নাঙ্গলকোট উপজেলার জনগণ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে আবুল খায়ের গ্রুপের অর্থায়নে এ আইসিইউ স্থাপন করা হচ্ছে।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবুল খায়ের গ্রুপের আর্থিক সহযোগিতায় দু'টি আইসিইউ শয্যা স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আইসিইউ’র পাশাপাশি করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ওই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। আইসিইউ স্থাপন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পর আগামী এক সপ্তাহের মধ্যে অর্থমন্ত্রী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে আইসিইউ উদ্বোধন করবেন বলে জানা গেছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবদাস দেব জানান, এখানে আইসিইউ স্থাপনের কাজ চলছে। আইসিইউ পরিচালনার জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে।