গভীর রাতে রংপুর রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে থাকা ভাসমান প্রান্তিক দুস্থ ও অসহায় মানুষকে পবিত্র রমজানের সেহরি বিতরণ করল ছাত্রলীগ।
শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি নেতাকর্মীদের সাথে নিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। এ সময় ছাত্রলীগ নেতৃবৃন্দ প্লাটফর্মে শুয়ে থাকা মানুষকে ডেকে ডেকে তাদের হাতে সেহরি তুলে দেন। সেহরির প্যাকেট তুলে দেয়ার নেতৃবৃন্দ দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালাম দেন এবং তার জন্য দোয়া করতে বলেন।
গভীর রাতে এভাবে ছাত্র দের হাত থেকে সেহরি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন দুস্থ মানুষেরা। এ সময় তারা ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।
স্টেশন ছাড়াও নগরীর গ্রান্ড হোটেল মোড় জাহাজ কোম্পানি মোড় কাছারি বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে থাকা ভাসমান মানুষদের মাঝে সেহরি বিতরণ করা হয়।
রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকি রনি জানিয়েছেন, রমজান মাসজুড়ে প্রতিরাতে সেহরী এবং ইফতারের সময় ইফতার বিতরণ করা হচ্ছে যাতে প্রান্তিক মানুষেরা কেউ সেহরি না খেয়ে রোজা না থাকেন। সেহেরী পেয়ে সন্তোষ প্রকাশ করেন দুস্থরা।
এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, আপ্যায়ন সম্পাদক আমিনুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ইয়াসির আরাফাত শুভ, উপ-প্রচার নাহিদ হাসান, ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার, শাওন নয়ন রাকিব সাগর প্রমুখ।