সর্বাত্মক লক ডাউনের ৫ম দিনে রোববার রংপুর মহানগরীতে সড়কে যানবাহন ও বাজারে মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। তবে পুলিশ চেক পোস্ট বসিয়ে লকডাউন নিশ্চিতে চেস্টা করছে।
রিকশা, অটোরিকশা সাইকেল ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রবেশ করেছে নগরীতে। সাথে মানুষ জন। সকাল ৮ টা থেকেই যানবাহন ও মানুষের চলাচাল নিয়ন্ত্রণে ব্যপক তৎপরতা চালায় মেট্রোপলিটন পুলিশ। নগরীর ১২ টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবহান ও পথচারীদের জেরার মুখে ফেলেন। জরুরী প্রয়োজন ছাড়া যারা বের হয়েছেন তাদের ফিরিয়ে দিয়েছেন।
অন্যদিকে নগরীর সিটি বাজারে দেখা যায় বিপুল পরিমান মানুষ নিত্যপন্য কেনাকাটা করতে দেখা গেছে। বিশেষ করে বাজারের পাইকারী এলাকাসহ মাছ, গোশত, কাচাবাজার ও ফলের গলিতে মানুষকে দেখা যায় গা ঘেষে ঘেষে কেনাকাটা করতে। সেখানে স্বাস্থ্যবিধধির কোন বালাই নেই। স্বাস্থ্যবিধি মানানোর মতো পর্যাপ্ত ব্যবস্থাপনাও নেই।
এ ব্যপারে মেট্রোপলিটন পুলিশ বলেছেন, আমরা চেকপোস্ট বসিয়ে সকাল থেকে লকডাউন নিশ্চিতে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রনের চেস্টা করছি। জরুরী ছাড়া কাউকেই আমরা এ্যালাও করছি না।