সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০২১-২২ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনা মূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। গাতকাল রোববার দুপুর ১২ টায় কৃষি অফিস চত্ত্বরে ১৫শ ৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনা বিতরনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিকৃতী দাশ, রেজাউল করিম বাচ্চু, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, অসিম উদ্দীন প্রমূখ।