সিরাজগঞ্জের রায়গঞ্জের পৌর আ.লীগ নেতা ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ীতে হামলা, মারপিট, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত ৯ টার দিকে একদল দূর্বিত্ত বাড়ীতে ঢুকে এলোপাতাড়ি ভাংচুর, মারটিপ ও লুটপাটের ঘটনা ঘটিয়ে ঘরের মধ্যে থাকা আসবাবপত্রে অগ্নিসংযোগ করে চলে যায়। খবর পেয়ে ষোলমাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় বাড়ীতে থাকা একমাত্র মহিলা সদস্য কাউন্সিলরের স্ত্রী মারপিটে গুরতর আহত মোছাঃ শামছুন্নাহারকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সুলতান মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান সিরাজগঞ্জ থেকে এসে রায়গঞ্জ পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছি এবং দুই দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। গত বৃহস্পতিবার একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালিয়ে গুরতর আহত করে। পরে আমি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খবর পেলাম আমার বাড়ীতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিট করে আমার স্ত্রীকে গুরতর আহত করেছে। পৌর মেয়র আব্দুল্লাহ আল-পাঠানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে রায়গঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, এ পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। পৌর আ.লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।