কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদ সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারের সন্নিকটে সাইফুন ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
সকালে জাসদ সমর্থিত বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষের সর্মথকরা। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
মিরপুর থানার কর্মকর্তা ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।